just URBAN


শহরটা কারো বাপের না !

আসুন সবাই মিলে ন্যায্যনগরীর রূপরেখা বানাই


শহরটা শুধু রাজউকের না, পরিকল্পনাবিদের না, স্থপতির না, এক্সপার্টদের না, কোন মন্ত্রণালয়ের না, ওয়াসার না। চাইলেই ইচ্ছা মতন খোড়াখুড়ি, যত্রতত্র উন্নয়নের নামে দুর্ভোগ, প্রাণ প্রকৃতি বিনষ্ট করে শহরকে কংক্রিটে মুড়িয়ে দেয়া যায় না। চাইলেই শহর বিক্রি করে কিছু মানুষকে টাকা বানানোর সুযোগ করে দেয়া আর কিছু মানুষকে উচ্ছেদ করে দেয়া যায় না। চাইলেই গুলশানে বা খুলশীতে আনলিমিটেড সুবিধা দিয়ে জুরাইনে বা বন্দরটিলায় নাগরিক সুবিধা বঞ্চিত করা যায় না। চাইলেই ইচ্ছামতো বিল্ডিং কোড লেখা যায় না, নির্মাণ শ্রমিকদেরকে বিপজ্জনক অবস্থায় কাজ করানো যায় না, সদ্য গ্রাজুয়েট স্থপতিদেরকে কম বেতনে এক্সপ্লয়েট করা যায় না। টাকা থাকলেই নিজের ইচ্ছামতো একটা শহর বানানো যায় না, ক্ষমতা থাকলেই সবাইকে বাদ দিয়ে একটা শহরের সব ডিসিশন নেয়া যায় না!

কেন?

কারণ শহরটা কারো বাপের না!  

তাহলে শহরটা কার? 

শহরটা আমাদের সবার! 

কিন্তু কেমন শহর আমরা চাই?

যে শহরে মেয়েদেরকে সন্ধ্যার পর খোলা বাতাসে শ্বাস নিতে বাধা পেতে হয়, বাসে উঠতে ভয় পেতে হয়, যেই শহরে প্রতিবন্ধী একজনকে হুইলচেয়ার নিয়ে আটকে থাকতে হয় সিড়ির সামনে, যেই শহরে উন্নয়নের নামে বসতি উচ্ছেদ হয়, যেই শহর নিজের ঐতিহ্য ভুলে অন্তসারশূন্য কাঁচের বাক্স বানায়, যেই শহর শুধু ভোগ দখলের, রাস্তা থেকে চাঁদা উঠানোর, করাপ্ট নেতাদের পোস্টারে জর্জরিত দেয়ালের, যেই শহর লেগুনার ভেতর গরমে সিদ্ধ হবার, যেই শহর বাচ্চাকে চার দেয়ালে বন্দী রাখে এক চিলতে মাঠ এর অভাবে, যেই শহরে প্রেম সবার না… সেই শহর আমরা চাইনা। অমানবিক মাস্টারপ্ল্যান আর স্থাপত্যের নিষ্ঠুর নান্দনিকতা আমরা চাই না। 

২০২৪-এর এই দ্বিতীয় স্বাধীনতার মুহূর্তে, আমাদের শহরের এক বিকল্প খোঁজার সময়ে আমাদের সবার কথাগুলোকে সামনে নিয়ে আসা দরকার। দেখি না সবাই মিলে একটি বিকল্প শহর গড়ে তুলতে পারি কিনা যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে… 

আমরা আমাদের নিজেদের মতন করে শহর নিয়ে চিন্তা করতে চাই, সবার কথাগুলা একটা প্লাটফর্ম এ আনতে চাই, এবং সেই জন্য আমরা সবাই মিলে একটি “ন্যায্যনগরীর রূপরেখা" লেখার কাজ শুরু করেছি। আপনি শহর নিয়ে আপনার দাবী এবং আকাঙ্ক্ষা, আশা এবং হতাশার কথা, কাঠামোগত সংস্কার এবং রূপান্তরের জন্য চিন্তাগুলোকে নিচের ফর্মে সাবমিট করতে পারেন। এটা একটা গণদলিল, এটার কোন একক লেখক নেই, আইডিয়া চুরি যাবার ভয় নাই, কারণ সবার চিন্তার সন্নিবেশেই এই রূপরেখা (collective manifesto)…

আপনার     মতামত      দিন 

আগস্ট,সেপ্টেম্বর এবং অক্টোবর ২০২৪ - এই তিন মাস ধরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়েছি। সেই মতামত এর ভিত্তিতে আমরা রূপরেখা তৈরি করছি। আগের মতামত গুলো পড়তে আমদের হোম পেজ দেখুন।  

 



আমরা জাস্টআরবান (www.justURBAN.net),

ন্যায্যতা ভিত্তিক শহর গড়ার একটি কালেকটিভ (learn more)

এখানে স্থপতি আর প্ল্যানার আলাদা করা হয়নি, আলাদা করা হয়নি সাধারণ বাসিন্দা এবং এক্সপার্ট। আপনিও যুক্ত হতে পারেন এই নতুন পথচলায়। 

জাস্টআরবানের এই রূপরেখা প্রণয়নে যুক্ত আছেন -

ডঃ তানযীল শফিক, স্থাপত্য ও আরবান ডিজাইন ফ্যাকাল্টি শেফিল্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

ডঃ ইফাদুল হক, আরবান স্টাডিস ফ্যাকাল্টি, স্মিথ কলেজ, যুক্তরাষ্ট্র

ইফতেখার আহমেদ, স্থাপত্য ফ্যাকাল্টি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ঢাকা

সামি হাসান,সেইন্ট ফ্রানসিস ইউনিভার্সিটি, হংকং

সামিরা বাশার, পিএইচডি ফেলো, ইউনিভারসিটি অফ টেক্সাস, যুক্তরাষ্ট্র

মাহমুদা আলম, প্লাটফর্ম ফর কমিউনিটি অ্যাকটিভিস্ট অ্যান্ড আর্কিটেক্টস (পোকা)

সাদ কায়কবাদ, এম আই টি, যুক্তরাষ্ট্র

সাকিব আহসান চৌধুরী সৈকত, স্থপতি, পলল কর্মযোগ, বাংলাদেশ

সোহানুর রহমান, ক্লাইমেট অ্যাকটিভিস্ট, ইউথনেট গ্লোবাল

এমরান হাসান, স্থপতি/আরবান ডিজাইনার,ভূমি অ্যাসোসিয়েটস, বাংলাদেশ

সালমা বেগম,পিএইচডি ফেলো, কেইউ লিউভেন, বেলজিয়াম

নূহা আননূর পাবণী, স্থপতি, জেন্ডার এবং ডেভেলপমেন্ট পেশাজীবী

মোহাম্মদ এজাজ, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার

এবং আরও অনেকে…