just URBAN
আসুন সবাই মিলে ন্যায্যনগরীর রূপরেখা বানাই
আমরা আমাদের নিজেদের মতন করে শহর নিয়ে চিন্তা করতে চাই, সবার কথাগুলা একটা প্লাটফর্ম এ আনতে চাই, এবং সেই জন্য আমরা সবাই মিলে একটি “ন্যায্যনগরীর রূপরেখা" লেখার কাজ শুরু করেছি। আপনি শহর নিয়ে আপনার দাবী এবং আকাঙ্ক্ষা, আশা এবং হতাশার কথা, কাঠামোগত সংস্কার এবং রূপান্তরের জন্য চিন্তাগুলোকে নিচের ফর্মে সাবমিট করতে পারেন। এটা একটা গণদলিল, এটার কোন একক লেখক নেই, আইডিয়া চুরি যাবার ভয় নাই, কারণ সবার চিন্তার সন্নিবেশেই এই রূপরেখা (collective manifesto)
আপনার মতামত দিন
আগস্ট,সেপ্টেম্বর এবং অক্টোবর ২০২৪ - এই তিন মাস ধরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়েছি। সেই মতামত এর ভিত্তিতে আমরা রূপরেখা তৈরি করছি। আগের মতামত গুলো পড়তে আমদের হোম পেজ দেখুন।
আমরা জাস্টআরবান (www.justURBAN.net),
ন্যায্যতা ভিত্তিক শহর গড়ার একটি কালেকটিভ (learn more)
এখানে স্থপতি আর প্ল্যানার আলাদা করা হয়নি, আলাদা করা হয়নি সাধারণ বাসিন্দা এবং এক্সপার্ট। আপনিও যুক্ত হতে পারেন এই নতুন পথচলায়।
জাস্টআরবানের এই রূপরেখা প্রণয়নে যুক্ত আছেন -
ডঃ তানযীল শফিক, স্থাপত্য ও আরবান ডিজাইন ফ্যাকাল্টি শেফিল্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
ডঃ ইফাদুল হক, আরবান স্টাডিস ফ্যাকাল্টি, স্মিথ কলেজ, যুক্তরাষ্ট্র
ইফতেখার আহমেদ, স্থাপত্য ফ্যাকাল্টি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ঢাকা
সামি হাসান,সেইন্ট ফ্রানসিস ইউনিভার্সিটি, হংকং
সামিরা বাশার, পিএইচডি ফেলো, ইউনিভারসিটি অফ টেক্সাস, যুক্তরাষ্ট্র
মাহমুদা আলম, প্লাটফর্ম ফর কমিউনিটি অ্যাকটিভিস্ট অ্যান্ড আর্কিটেক্টস (পোকা)
সাদ কায়কবাদ, এম আই টি, যুক্তরাষ্ট্র
সাকিব আহসান চৌধুরী সৈকত, স্থপতি, পলল কর্মযোগ, বাংলাদেশ
সোহানুর রহমান, ক্লাইমেট অ্যাকটিভিস্ট, ইউথনেট গ্লোবাল
এমরান হাসান, স্থপতি/আরবান ডিজাইনার,ভূমি অ্যাসোসিয়েটস, বাংলাদেশ
সালমা বেগম,পিএইচডি ফেলো, কেইউ লিউভেন, বেলজিয়াম
নূহা আননূর পাবণী, স্থপতি, জেন্ডার এবং ডেভেলপমেন্ট পেশাজীবী
মোহাম্মদ এজাজ, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টার
এবং আরও অনেকে…