আমাদের গল্প
/
Our story
জাস্টআরবান এর আত্মপ্রকাশ ২০২৪ এ, কিন্তু অনেক দিন ধরেই আমরা নগর ও ন্যায্যতা নিয়ে কাজ করছি। আমরা যারা স্থাপত্য অথবা নগর পরিকল্পনা নিয়ে পড়েছি, আমরা খেয়াল করে দেখলাম আমাদের পড়াশোনা বা প্র্যাকটিস এর ক্ষেত্রে আমদের বিশাল সীমাবদ্ধতা আছে — আমরা কখনই সামাজিক ন্যায্যতার দিক থেকে বিল্ট এনভাইরনমেন্টকে দেখিনি। শহরকে আমরা ডিজাইন বা পরিকল্পনা করার প্রোডাক্ট হিসাবে দেখেছি কিন্তু কখনই যাপিত জীবন থেকে দেখিনি। ফলশ্রুতিতে আমাদের সেই স্থাপত্য আর পরিকল্পনা কখনই মানুষের কাছাকাছি যেতে পারেনি, বরং ক্ষেত্রবিশেষে আমাদের ডিজাইন ও নগর পরিকল্পনা অনেকাংশেই শুধু সমাজের কিছু স্তরের মানুষের জন্য়ই সীমাবদ্ধ হয়ে আছে। আমরা শুধু বিল্ডিং এর বাহ্যিক সৌন্দর্য অথবা নগরের র্যাশনাল প্ল্যানিং নিয়েই ব্যস্ত ছিলাম, কিন্তু ন্যায্যতা কিভাবে আমাদের কাজের সাথে জড়িত, তা নিয়ে ভাবিনি।
ন্যায্যতাকে সামনে রেখে দেশ/নগর/শহর/গ্রাম নিয়ে সেই অন্যরকম ভাবনার একটা সম্মিলিত জায়গা তৈরি করার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম, যেখানে আমরা একদিকে নগর নিয়ে কাজ করে এরকম পেশাজীবীদের এবং অন্যদিকে শহরের গণমানুষকে একই কাতারে আনতে পারব।
আমাদের লক্ষ্যসমূহ
১ / শহর/নগর নিয়ে বহুবৈশ্বিক চিন্তা-চেতনাকে আমলে নিয়ে নিজেদের মত করে বর্তমান নগরগঠন, স্থাপনা তৈরি ও পরিকল্পনার বন্দোবস্তকে সংস্কার করা
২ / নগরগঠন ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা তৈরি
(শহরটা যে কারো বাপের না,আমাদের সবার সেই বোঝাপড়াটা ছড়িয়ে দেয়া)
৩ / শহরের গণমানুষকে সাথে নিয়ে বিভিন্ন সমস্যার গবেষণাকে ত্বরান্বিত করা
৪ / স্থাপত্য/নগর শিক্ষা ব্যাবস্থাকে ন্যায্যতা-ভিত্তিক বিউপনিবেশকরন
৫ / বিভিন্ন পেশাজীবীদের (স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও অন্যান্য) মধ্যে ন্যায্যতার গুরুত্ব ছড়িয়ে দেয়া এবং তাদের মধ্যে ইস্যু-ভিত্তিক সমন্বয়
৬ / গণমানুষের আকাঙ্ক্ষা ও গবেষণা-লব্ধ জ্ঞ্যান কে সমন্বয় করে পলিসি সংস্কার করা
৭ / বাংলাদেশী বংশোদ্ভূত গবেষক ও পেশাজীবীদেরকে উপরুক্ত কাজে সম্পৃক্ত করা
আমরা কারা?
যখন গত এক দশকে বিভিন্ন কনসেপ্ট, যেমন স্থানিক ও জলবায়ু ন্যায্যতা (spatial justice), নাগরিক অংশগ্রহন (citizen participation), সম্মিলিত ডিজাইন (co-design), অভ্যুথানিক পরিকল্পনা(insurgent planning), বি-উপনিবেশবাদ (decolonial), বহুবৈশ্বিক (pluriversal), লালন-পালন (care)— সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখানে আমরা এখনও উপনিবেশিক ধ্যান-ধারণাতে আটকে আছি, সব বোঝার পরও অন্যরকম করে ভাবতে পারছিনা। একটি জ্ঞ্যান-ভিত্তিক প্ল্যাটফর্মের আইডিয়া নিয়ে কথা শুরু হয় গত বছর থেকে, ইফতেখার আহমেদের একটি প্রস্তাবনার প্রেক্ষিতে। ইফতেখার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এ পড়াচ্ছেন এবং বর্তমানে ঢাকার রাস্তা নিয়ে গবেষণা করছেন। একই সাথে জাস্টআরবান এর সাথে যুক্ত আছেন ডঃ তানযীল শফিক এবং ডঃ ইফাদুল হক। তানযীল যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও আরবান ডিজাইনে, এবং ইফাদ যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজে আরবান স্টাডিজ ও পরিবেশ বিজ্ঞানে অধ্যাপনা করছেন। তানযীল এবং ইফাদ গত এক দশক ধরে নগর মাইগ্রেন্ট, হাউসিং, বস্তি উন্নতি, নাগরিক অধিকার, ক্লাইমেট চেঞ্জ এবং জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছেন। সম্প্রতি, তানযীল এবং ইফাদ (আর ৫ টি সংগঠন কে সাথে নিয়ে) ঢাকার জলাধার পুনরুদ্ধার করার একটি নাগরিক-ভিত্তিক ন্যায্য মডেল দাড়া করবার জন্য ইউকে গভর্নমেন্ট এর একটি গবেষণা গ্রান্ট পেয়েছেন। কাজটি ঢাকার গুলশান ও কড়াইল বস্তির মধ্যকার লেক এবং তার পারিপার্শ্বিক এলাকায় করা হচ্ছে। ন্যায্য আবাসন মঞ্চ নামক আরেকটি সংগঠনের মাধ্যমে বস্তিবাসি জনগোষ্ঠীর আবাসন সংক্রান্ত কাজ গত ৫ বছর ধরে ইফাদ এবং তানযীল করে আসছেন। জাস্টআরবান সেই কাজ গুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং ন্যায্যতার প্রশ্ন আমাদের নাগরিকতা/স্থাপত্য/শহর নিয়ে চিন্তা করার একটি নিউক্লিয়াস হিসাবে কাজ করবে।
এই প্ল্যাটফর্মটি একটি কালেকটিভ, আরও অনেকজন এর সাথে কথা চলছে এই প্ল্যাটফর্মে যুক্ত হবার জন্য। এখানে চাইলে আপনিও সংযুক্ত হতে পারেন।
আমাদের বিভিন্ন প্রজেক্ট/ইনিশিয়েটিভ এর ব্যাপার এ শীঘ্রই জানতে পারবেন।
আমাদেরকে যেকোনো প্রশ্ন করতে অথবা যুক্ত হতে চাইলে নিচের ফর্মটি ব্যবহার করতে পারেনঃ